রামু থানার বিশেষ অভিযানে ২ মাদক কারবারী আ’ট’ক
নিজস্ব প্রতিবেদকঃ
রামু থানার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা ২ মাদক কারবারী আটক করেছে রামু থানা পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) রাতে রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর নির্দেশানায় রামু থানাধীন ০৫ নং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মন্ডল পাড়া ০৪ নং ওয়ার্ড চৌমহনী ষ্টেশন কক্সঃ লাইন বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে জনতা রেষ্টুরেন্টের সামনে ফুটপাতের রাস্তার উপর একটি সিএনজি তল্লাশী করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয় মতিউর রহমান নামক একজন মাদক কারবারীকে এসময় জিয়াবুল হক নামক আরেকজন মাদক কারবারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অন্য দিকে রামু থানাধীন ০৪নং কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের পশ্চিম মনিরঝিলের ০১নং ওয়ার্ডস্থ রাবার ড্রাম নামক কাঁচা রাস্তার মুখে অভিযান পরিচালনা করলে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ লিটার চোলাইমদ সহ আটক করা হয় ফয়েজ আহামদ নামক একজন মাদক কারবারীকে। আটকের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।
দেশের চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে মাদক কারবারীরা যাতে মাথাচড়া দিয়ে উঠতে না পারে তারই ধারাবাহিকতায় দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে এই ২ জন মাদক কারবারীকে আটক করা হয় বলে জানিয়েছেন রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।
আটককৃতরা হলেন, পিএম খালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের তোঁতকখালী সিকদার পাড়ার মৃতঃ গোলাম রহমানের সন্তান মতিউর রহমান। অন্যজন রামু থানার রাজারকুল ইউনিয়ন পরিষদের ৪ নং ভিলেজার পাড়া ছৈয়দুর রহমানের সন্তান ফয়েজ আহামদ।
জানা যায়, আটক মতিউর রহমান ও ফয়েজ আহামদ দীর্ঘদিন ধরে মাদককারবারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক কারবারের অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন অঞ্চল থেকে এই মাদক সংগ্রহ করে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিলো।
আটক মাদক কারবারী মতিউর রহমান, ফয়েজ আহামদ ও পলাতক জিয়াবুল হকের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী.
Post Comment